নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: বৃহস্পতিবার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পাথরঘাটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের এবারের কর্মসূচিতে বিদ্যুৎ বিল সংক্রান্ত, পাট্টা মতো চারটি পরিষেবার নয়া সংযোজন ছাড়াও লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মিলিয়ে নানান স্টলে প্রকল্পের পরিষেবা পেতে সাধারণ নাগরিকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। যেখানে নজর কেড়েছে মহিলাদের উপস্থিতি। এদিনের এই ক্যাম্পের প্রধান নেতৃত্বে ছিলেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে প্রধান উত্তম বিশ্বাস। তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দুয়ারে সরকার প্রকল্পে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। প্রকল্পের আরও সুবিধা পৌঁছে দিতে বৃহস্পতিবার ছাড়াও, এই পর্যায়ে আরও দুটি শিবির অনুষ্ঠিত হবে পাথরঘাটা এলাকায়। কর্মসূচিতে উৎসব প্রদানের উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। বক্তব্যে তিনি সরকারের এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, স্থানীয় পর্যায়ের নেতৃত্ব পরিমল মন্ডল, আক্তার আলী গাজী, কমল মন্ডল, প্রবীর মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct