আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন রিপোর্ট ২০১১-২২ শিক্ষাবর্ষের (UDISE) প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এই রিপোর্ট অনুযায়ী দেশজুড়ে মোট ১৪,৮৯,১১৫টি স্কুল রয়েছে। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রি-প্রাইমারি থেক উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র ভর্তির সংখ্যা বেড়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে যেখানে ২৬,৪৪,৪৯,৯৮৭ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ২৬,৫২,৩৫,৮৩০ জন ছাত্রছাত্রী। তবে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সারা ভারতে মুসলিম ছাত্রছাত্রীদের স্কুলের যাওয়ার যে হার সেই তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থান বেশ ভাল। দেশে প্রাইমারি স্কুলে যাওয়া মুসলিমদের হার ১৫.৬ শতাংশ, আপার প্রাইমারিতে ১৪.৪ শতাংশ, সেকেন্ডারিতে ১২.৬ শতাংশ আর উচ্চমাধ্যমিকে ১৪.৩ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গের হার প্রাইমারি স্কুলে ৩৩.৭ শতাংশ, আপার প্রাইমারিতে ৩৩.৬ শতাংশ, সেকেন্ডারিতে ২৮.১ শতাংশ আর উচ্চমাধ্যমিকে ২৭.৩ শতাংশ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গে মুসলিম ছাত্রদের তুলনায় ছাত্রীদের স্কুলে যাওয়ার হার বেশি। প্রাইমারি স্কুলে যেখানে মুসলিম ছাত্রদের যাওয়ার হার ৩৩.৪ শতাংশ, আপার প্রাইমারিতে ৩২.৭ শতাংশ, সেকেন্ডারিতে ২৬.১ শতাংশ আর উচ্চমাধ্যমিকে ২২.৮ শতাংশ সেখানে মুসলিম ছাত্রীদের হার প্রাইমারিতে ৩৩.৯ শতাংশ, আপার প্রাইমারিতে ৩৪.৫ শতাংশ, সেকেন্ডারিতে ৩০ শতাংশ আর উচ্চমাধ্যমিকে ৩০.৮ শতাংশ। অর্থাৎ ইউডাইস তথ্য বলছে, উচ্চ শিক্ষার দিকে এগোচ্ছে ডেসব মুসলিমরা তাদের মধ্যে মেয়েদের হার ছেলেদের তুলনায় বেশি। বিশেষ করে, এই পার্থক্যটা সবচেযে বেশি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চমাধ্যমিকে মুসলিম ছাত্রদের তুলনায় মুসলিম ছাত্রীদের হার প্রায় ৮ শতাংশ বেশি। এই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা গেছে, দেশজুড়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্কুলের সংখ্যা কমেছে। ২০-২১ বর্ষে যেখানে ১৫,০৯,১৩৬টি স্কুল ছিল সেখানে ২১-২২ বর্ষে দাঁড়িয়েছে ১৪,৮৯,১১৫টি।
ইউডাইস রিপোর্ট অনুযায়ী সরকার অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ১৯,৯৬৫। অন্যদিকে, এই রিপোর্ট অনযায়ী পশ্চিমবঙ্গে মোট স্কুলের সংখ্যা ৯৪.৭৪৪টি। এর মধ্যে ৭৫,২৯৯টি প্রাইমারি, ৮৭৩৫টি আপার প্রাইমারি, ৩২৯১টি সেকেন্ডারি ও ৭৪১৯টি উচ্চমাধ্যমিক। আর একজন শিক্ষক প্রতি ছাত্রছাত্রীর হার এর মধ্যে ২৭জন প্রাইমারিতে, ২৮জন আপার প্রাইমারিতে, ১৭জন সেকেন্ডারিতে ও ২৮জন উচ্চমাধ্যমিক।অন্যদিকে, ইউডাইস রিপোর্টে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬,৮২,৫৬৬টি স্কুলে কম্পিউটার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ৫৫.৫ শতাংশ স্কুলে কম্পিউটার পরিষেবা নেই। তার মধ্যে ৬৬ শতাংশ স্কুলে ইন্টারনেটের কোনও ব্যবস্থা নেই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাত্র ২.২ শতাংশ স্কুলে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। মাত্র ১৪.৯ শতাংশ স্কুলে ডিজিটাল ক্লাসরুম রয়েছে। সেখানে পড়ানোর জন্য রয়েছে ডিজিটাল বোর্ড, স্মার্ট বোর্ড ও আর স্মার্ট টিভি। ওই রিপোর্ট অনুযায়ী ১০.৬ শতাংশ স্কুলে বিদ্যুৎ নেই। ২৩.০৪ স্কুলে কোনও মাঠ নেই। ১২.৭ শতাংশ স্কুলে কোনও লাইব্রেরি বা রিডিং রুম নেই। মাত্র ২৬.৯৬ শতাংশ স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও টয়লেটের ব্যবস্থা রয়েছে। মাত্র ৫০ শতাংশ স্কুলে রাম্পের ব্যবস্থা রয়েছে। তবে সুবিধা না থাকলেও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি ৩.৪ শতাংশ বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct