সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের নারীদের ক্ষমতায়নের প্রশ্নে একাধিক প্রকল্প ও উদ্যোগ চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নারী কল্যাণে হবে আলাদা বাজেট, এমনটাই খবর সূত্রের।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্প দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রশংসিত হয়েছে। ছিনিয়ে নিয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। এবার বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে নারী কল্যাণে আলাদা বাজেট হবে। নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য পৃথকভাবে দৃষ্টি দিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামী ২০২৩-২৪ অর্থবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবেই পৃথকভাবে নারী কল্যাণ খাতে বরাদ্দ দেখানো হবে। অর্থাৎ নারীদের জন্য বিশেষ প্রকল্প, নারীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার উপর জোর দেওয়া হবে রাজ্য বাজেটে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে তৎপর। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পর রাজ্যের নারীরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে এক হাজার ও ৫০০ টাকা করে ঢুকে যায়। মেয়েদের জন্য চালু হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা-সহ একাধিক প্রকল্প।
আগামী বছরের শুরুতেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে মহিলাদের জন্য উন্নয়নের ধারা আরও জোরদার করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে গত বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিধবা ভাতা পান এমন মহিলারাও এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রসঙ্গত এতদিন যে মহিলারা বিধবা ভাতা পেতেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন না। রাজ্যের মহিলাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর একে উন্নয়ন প্রকল্পের জেরে বিরোধীরা ব্যাকফুটে চলে যাবেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct