সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবারে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই মিলবে দাঁতের চিকিৎসার পরিষেবা। আর তা হবে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য স্বাস্থ্য দফতর এমনই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রত্যন্ত এলাকার মানুষও যেন সহজেই দাঁতের চিকিৎসা করাতে পারে তাই এই উদ্যোগ। উল্লেখ্য, এর আগে ক্যাম্প থেকে করা হতো চোখের চিকিৎসা।গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে পঞ্চম ‘দুয়ারে সরকার’। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পে এবারে চালু হয়েছে একাধিক নয়া পরিষেবা। বিদ্যুৎ, পাট্টা, ই-রেশন কার্ড পরিষেবার পাশাপাশি থাকছে অভিযোগ জানানোর পরিষেবাও। ক্যাম্প চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরের মধ্যেই আবেদনকারীদের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন । উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় বকেয়া রয়েছে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল। সেই টাকা আদায়ে বিশেষ উদ্যোগী রাজ্য। আর এই জন্যই চালু করেছে বিশেষ স্কিম। বলা হয়েছে, গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে চাইলে দিতে হবে মাত্র অর্ধেক টাকা। আরও জানা গিয়েছে, চাষ এবং সেচেও বিদ্যুৎ বিলে দেওয়া হবে বিশেষ ছাড়। ফলে এই সুবিধা নিতে সাধারণ মানুষ বিল মেটাবে। আবার রাজ্যের কোষাগারও পূর্ণ হবে।
উল্লেখ্য, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প ছিনিয়ে নিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সেরার পুরস্কার। অন্যদিকে, গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলছে পাড়ায় সমাধান কর্মসূচি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিনামূল্যে দাঁতের চিকিৎসা পরিষেবাতে নজরদারি করবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত থাকবেন ২জন করে ডেন্টাল সার্জেন। কলকাতা পুর এলাকাগুলিতেও চালু হচ্ছে ডিজিট্যাল ডেন্টাল পরিষেবা। ১৪৪টি ওয়ার্ডে মোবাইল ডেন্টাল ক্লিনিক ওয়ার্ড চালাবে আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এই বিষয়ে হাসপাতালকে পরামর্শ করতে হবে স্বাস্থ্য দফতরের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct