নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুভেন্দু অধিকারীর হাজিরায় স্থগিতাদেশ, তবে নিম্ন আদালতে বিচারধীন মামলায় নয়।শুক্রবার তা জানালো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় আজ অর্থাৎ শনিবার নিম্ন আদালতে হাজিরা দিতে হচ্ছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন মামলার শুনানি পর্বে বিচারপতির প্রশ্ন, - 'তিনি (শুভেন্দু অধিকারী) রাজ্যের বিরোধী দলনেতা।তার বিরুদ্ধে যদি একশোটি মামলা দায়ের হয়, তাহলে কি তাকে ১০০ টি আদালতে হাজিরা দিতে হবে ?' আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে । সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষকে 'ত্যাজ্যপুত্র' বলে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এরপরই মানহানীর মামলা করেন কুণাল ঘোষ। সেই মামলাতেই শনিবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এবার সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী । নিম্ন আদালতে সেই হাজিরা এড়াতে শুভেন্দুর আইনজীবী গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন দ্রুত শুনানির জন্য, আদালত তা গ্রহণ করেছে বলে জানা গেছে। নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু ।আদালত সুত্রে প্রকাশ, গত সোমবার শুভেন্দুর মামলাটি হাইকোর্টে উঠেছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। এরপর মামলাটি আর নতুন কোনও বেঞ্চে নথিভুক্ত হয়নি। গত বৃহস্পতিবার নতুন কোনও বেঞ্চে দ্রুত মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন শুভেন্দুর আইনজীবী। সেই আবেদন গৃহীত হয়েছে। মামলাটি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি চলে। নিম্ন আদালতে শুভেন্দুর হাজিরায় স্থগিতাদেশ জারি করে থাকে তবে নিম্ন আদালতে মামলা যেমন চলছে তেমনই চলবে।শুভেন্দুর আইনজীবী উপস্থিত থাকলেই হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct