নিজস্ব প্রতিনিধি, কাঁকসা, আপনজন: নিজেকে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কর্মী পরিচয় দিয়ে একটি দামি গাড়িতে প্রেস লিখে ঘুরে বেড়ানোর অভিযোগে দীনেশ জানা নামের এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। শুক্রবার ভোর রাতে ওই যুবককে কাঁকসার আন্ডার পাশ এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করার সময় কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত যুবক নিজেকে মানবাধিকার সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। তার সাথে একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেয়।
কাঁকসা থানার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য অনুযায়ী পরিচয় পত্র না পাওয়ার জন্য তাকে গ্রেফতার করে ।শুক্রবার তাকে মহকুমা আদালতের পেশ করে কাঁকসা থানার পুলিশ। আটক করা হয়েছে প্রেস লেখা দামী গাড়িটি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে সতর্ক করে বলেন প্রেস অথবা পুলিশ স্টিকার লাগিয়ে অপরাধ মূলক কাজ সংঘটিত হচ্ছে। উত্তরবঙ্গ আন্তর্জ্য চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত তাই পুলিশকে এর বিরুদ্ধে অভিযানে নামতে হবে একই সঙ্গে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী অবদান জানান যারা সঠিকভাবে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত তারা গাড়িতে বৈধ কাগজপত্র রাখুন এবং সঙ্গে পরিচয় পত্র রাখুন ।কিন্তু ধৃত ব্যক্তি সঠিকভাবে তার পরিচয় পত্র দেখাতে পারেননি ।তাই পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয় । এদিকে বলা যেতে পারে, শহর শহরতলী শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রেস টিকার লাগিয়ে বা সংবাদমাধ্যম অথবা মানবাধিকার সংগঠনের কর্মী বলে পরিচয় দিয়ে বহু ব্যক্তি নানা ধরনের সুবিধা নিয়ে থাকে শুধু তাই নয় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত না হয়েও প্রেস স্টিকার ব্যবহার করে থাকে। এই ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে এবার জেলায় জেলায় পুলিশ অভিযান শুরু করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct