মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহর সংলগ্ন বামচান্দাই পুরে গড়ে উঠেছে বর্ধমানে একমাত্র ইংরেজি মাধ্যমের সরকারি মাদ্রাসা। বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বৃহস্পতিবার বিশ্ব নবী সা. দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্যা, বিশিষ্ট সমাজসেবী সেখ মানোয়ার হোসেন, শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলি, শিক্ষাবিদ ড. সাবেরা খাতুন হেনা, সভাপতি আনসার আলম, মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নাসরুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ বিশ্ব মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ সা. এর জীবনের বিভিন্ন দিক নিযে আলোচনা করেন।
তাঁর দেখানো উন্নত সমাজ ভাবনা, ন্যায়ের চেতনা, মানবতাবোধ, দেশপ্রেম, শিক্ষার প্রতি গুরুত্ব, বিশেষত নারীর সম্মান প্রভৃতি দিক। চলতি বছরে শিক্ষারত্ন সম্মানে ভূষিত উজির বাবু বলেন বিশ্ব মানবের শিক্ষক হযরত মুহাম্মদ (সা )এর নির্দেশিত পথ যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে।পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বলে অভিমত ব্যক্ত করেন। কারণ এখানে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষার পাঠ হিসাবে রয়েছে আরবী ও ইসলাম পরিচয়। আলী হোসেন বাবু বলেন, নবীজী ছিলেন প্রকৃতি অর্থে একজন সমাজ সংস্কারক। ড.সাবেরা হিনা তাঁর বক্তব্যে মহানবীর নারীদের অধিকার, সম্মান ও মর্যাদা দেওয়ার দিকটি মনোজ্ঞ করে তুলে ধরেন। পাশপাশি , ছাত্রছাত্রীরা নবীজির শানে নাতে রাসূল ও গজলের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও উজ্জীবিত হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct