অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে যান পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। মূলত বালুরঘাট সদর হাসপাতাল চত্বর থেকে বেসরকারি সিসিইউ পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা সম্পর্কে নানা বিষয় খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, ডিএসপি হেডকোয়াটার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট সদর হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাঘ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।
এ বিষয়ে বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত জানান, আমরা আজ যৌথভাবে এই পরিদর্শনে এসেছিলাম। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি। কিভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা যায় । এই বিষয়টি আমরা পর্যালোচনা করে দেখছি। এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানান, আজ আমরা বালুরঘাট সদর হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম। এখানে সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বালুরঘাট সদর হাসপাতালে আউটডোরে যে সমস্ত ইউনিট গুলো রয়েছে সেগুলির পরিকাঠামো ব্যবস্থা আমরা খতিয়ে দেখলাম।উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাট সদর হাসপাতাল চত্বর থেকে বেসরকারি সিসিইউ অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ চুরির ঘটনা সামনে আসে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল চত্বরে থাকা সিসিইউ অ্যাম্বুলেন্সের লাক্ষাধিক টাকার জিনিস চুরির কুলকিনারা করে ফেলে পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে অ্যাম্বুলেন্স চালকসহ মোট দু’জনকে ইতিমধ্যে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের গত বুধবার জেলা আদালতে তোলা হয়েছে। এরপরই এদিন জেলা পুলিশ ও প্রশাসনের তরফে বালুরঘাট সদর হাসপাতালের নিরাপত্তা সহ পরিকাঠা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct