নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। উন্নয়নকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু হরিশ্চন্দ্রপুর এলাকায় বিভিন্ন সরকারী কাজে বারবার দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে সরকার টাকা দিলেও সেই টাকা যথাযোগ্য ভাবে ব্যবহার হচ্ছে না কাজে। ফলে মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে ক্ষোভ বিক্ষোভ।যা স্বাভাবিক ভাবে অস্বস্তি বাড়চ্ছে শাসকদলে।কিছুদিন আগেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটলা বুথের আব্দুল হাউস থেকে মমিন হাউস পর্যন্ত হাইড্রেন নির্মাণ প্রকল্পের শিলান্যাস হয়।জেলা পরিষদ তহবিলের ১১ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয় এই কাজ। শিলান্যাস করেছিলেন জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী।
কিন্তু কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই ছন্দপতন। কাজে বেনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী।অভিযোগ কোন রকম সিডিউল মেনে হচ্ছে না কাজ। হাই ড্রেনের জায়গায় তৈরি হচ্ছে ১০ ইঞ্চির মিনি ড্রেন। ঠিকাদারের কাছে সিডিউল চাইলে তা দেখাতে নারাজ। এলাকাবাসীর বক্তব্য এই রকম কাজ হলে তাদের সমস্যার কোন সমাধান হবে না। জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরি অবশ্য জানিয়েছেন সিডিউল মেনে কাজ করতে হবে। তিনি ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন এলাকাবাসীকে সিডিউল দেখানোর জন্য। বিক্ষোভকারী ফাজরুল ইসলাম জানান, হাইড্রেনের জায়গায় তৈরি হচ্ছে ১০ ইঞ্চির মিনি ড্রেন। ঠিকাদার কোন ভাবেই সিডিউল দেখাতে চাইছে না। বিক্ষোভকারী মোহাম্মদ মহসিন বলেন, যে মাপের ড্রেন হচ্ছে তা দিয়ে জল পাস হবে না। আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা থেকেই যাবে। দলমত নির্বিশেষে আমরা সকলে চাই হাইড্রেন হোক। নিয়ম অনুযায়ী সিডিউল মেনে কাজ হোক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct