আপনজন ডেস্ক: মায়ানমারের রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর সাবেক একজন আইনপ্রণেতাকে ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত সোমবার ৫২ বছর বয়সী উইন মিন্ট হ্লাংকে এই সাজা দেওয়া হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে উৎখাতের পর এনএলডি’র পার্টির কোনও সদস্যকে দীর্ঘতম কারাদণ্ড প্রদানের মধ্যেই তিনিই প্রথম। প্রতিবেদনে বলা হয়েছে, উইন মিন্ট হ্লাইংকে সন্ত্রাস দমন আইনের অধীনে আটটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ১৪৮ বছরের সাজা প্রদান করা হয়েছে। গ্রেফতারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি এ তথ্য দেন বার্তা সংস্থা এপি’কে। গত মার্চ, এপ্রিল এবং জুন মাসে উসকানি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতের অভিযোগ পাঁচ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন তিনি। তখন তাকে ২৫ বছরের সাজা দেন সামরিক আদালত। এ বিষয়ে মায়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct