এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: কলকাতার রাজপথে ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে ‘দেশ জুড়ে তোলপাড়-বেহাল দশা জীবিকার’ কর্মসূচিকে সামনে রেখে মূল্যবৃদ্ধি হ্রাস ও কর্মসংস্থানের দাবীতে মৌলালী রামলীলা পার্ক থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল শেষে ধর্মতলা স্টেটসম্যান হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে শামিল হওয়া প্রতিবাদী জনতা ‘মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে’, ‘সমস্ত বিপিএল পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ভর্তুকিযুক্ত রিফিল সিলিন্ডার দিতে হবে’, ‘দুর্নীতিগ্রস্তদের জেলে ভরো, আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়োগ দাও’, ‘মোদি-মমতার দুঃশাসনে, বেকার যুবক কাঁদছে রাতে’ ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন করেন।
কলকাতায় আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্ন তোলেন ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। তিন বলেন, ‘পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে, সেই চোরেদের বিরুদ্ধে এদিন ওয়েলফায়ার পার্টি কলকাতার রাজপথে পথে প্রতিবাদে নেমেছে। আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই যে, মূল্য নিয়ন্ত্রণ করার ব্যাপারে এবং একশো দিনের প্রকল্পের কাজ বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, আমরা দুশো দিনের কাজের দাবি জানাচ্ছি, এই কাজের ন্যূনতম মজুরি ৫০০ টাকা করার দাবি জানাচ্ছি।’ ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন ‘আপনজন’ প্রতিনিধিকে জানান, ‘রাজ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় কোনো সহিংসতা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছি। আগামীতেও ওই ইস্যুতে আমাদের কর্মসূচি রয়েছে।’ তিনি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে দলীয় প্রতিবাদ সমাবেশেও বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার দলীয় কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মুহাম্মদ জালালউদ্দীন আহমেদ, রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান, প্রাক্তন মহিলা নেত্রী শাহজাদী পারভীন, আমিনুল ইসলাম। এদিন বিক্ষোভ-মিছিল ও সমাবেশ উপলক্ষে ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র মহিলা ছাত্র যুব কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র রাজ্য সভাপতি মনসা সেন, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, মহিলা নেত্রী রোহিনা খাতুন, মিডিয়া কো-অর্ডিনেটর আবু তাহের আনসারী, মুন্টুরাম হালদার, আবু জাফর মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct