সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতাল শুরু হয়ে গেল মা ক্যান্টিন পরিষেবা। পাঁচ টাকার বিনিময় রোগীর পরিবারের লোকেরা পাবেন ডিম,ভাত, ডাল,সবজি। এই মা ক্যান্টিন উদ্বোধন করতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আসেন রাজ্যের মন্ত্রী এবং ওই কেন্দ্রের বিধায়ক অরূপ বিশ্বাস। তিনি বলেন, প্রত্যেকটা হাসপাতালের মতো এখানেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খোলা হলো মা ক্যান্টিন। প্রথম দিন ১০০ জন এবং পরবর্তীকালে ৩০০ জন দৈনিক আমাদের মা ক্যান্টিনে খেতে পাবেন । দুর্মূল্যের বাজারে কোন হোটেলে গিয়ে ৪০ টাকা বা ৫০ টাকা খরচ করে রোগীর আত্মীয়দের ডাল, ভাত বা সবজি, ভাত খেতে হবে না। ৫ টাকাতেই মিলবে ডিম ভাত। প্রতিদিন বাঙ্গুর হাসপাতালে দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত এই মা ক্যান্টিন চালু থাকবে। মন্ত্রী জানান, প্রতিদিন বিভিন্ন জায়গায় ১৫০টি মা ক্যান্টিন চালু রয়েছে। এই মা ক্যান্টিন চালাতে গিয়ে প্রতিটি ব্যক্তিকে থালা প্রতি ২৬ থেকে ২৭ টাকা ভর্তুকি দেয় রাজ্য সরকার। এদিন গোবিন্দ ভোগ চাল প্রসঙ্গে, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, গোবিন্দ ভোগ চালে শুল্ক কমানো আগেই হওয়া উচিত ছিল। এখানে আমরা যেগুলো তৈরি করি । সেগুলোর ওপর ট্যাক্স বসাবে। জিএসটি দেবে না। কিছু বললেই বলবে কেন্দ্র দিয়েছে। অরূপ বিশ্বাসের অভিযোগ কেন্দ্র যে টাকা রাজ্যকে দেয় তা জিএসটি থেকে পাওয়া টাকায় ঘুরিয়ে পাঠায় যেসব জিনিস আমরা তৈরি করি তার ওপরে শুল্ক কেন দেব এটা অনেক আগেই কমানো দরকার ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct