সুব্রত রায়, কলকাতা, আপনজন: আবারও ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল । গতকালের পরে ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। এদিন প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা দিলেন তিনি। শুধু তাই নয়, গতকালের পরে আজ আবারও ২১ কোটি টাকা নিয়ে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।গতকাল তাঁকে ম্যারাথন জেরা করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে দিতে হত। সেই টাকা নিতে না কি মহিষবাথানে লোক পাঠাতেন মানিক ভট্টাচার্য। আজ ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে তিনি বলেন, পর্ষদের নিয়ম অনুযায়ী ফিস দিতে হতো ৩০০ টাকা। লেট ফাইন আর অফলাইন মিলে ৫০০ টাকা করে দিতে হতো। এই নিয়ম পর্ষদের। তাঁর দাবি, প্রায় ২১ কোটি টাকার উপযুক্ত হিসেব তিনি দিতে পারবেন। শুধু তাই নয়, এদিন তিনি বলেন, অফলাইনের সমস্ত নথিও তিনি এনেছেন। অনেকের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে সুর বদলেছেন তাপস মণ্ডল। অন্যদিকে, এদিন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, তাঁকে কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের সিএ মনীশ কোঠারিকেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct