সম্প্রীতি মোল্লা, ভাতার, আপনজন: বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক কৃষি অধিকর্তা করনের উদ্যোগে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হয় । ধান কাটার পর জমিতে পড়ে থাকা নাড়া পোড়ানো একদিকে যেমন মাটির ক্ষতি ঠিক তেমনি বিশ্ব উষ্ণায়নকে প্রাধান্য দেওয়া হয় । তাই এরই প্রতিবাদে ভাতার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সমগ্র ভাতার বাজারে একটি র্যালির মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয় । ব্লক কৃষি দপ্তর থেকে র্যালিটি শুরু হয় সমগ্র ভাতার বাজার প্রদক্ষণ করার পর কিষাণ মান্ডিতে শেষ হয় । ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস এবং ব্লক কৃষি আধিকারিক বরুন হালদার নাড়া পোড়ানোর বিরুদ্ধে প্রচারমূলক ট্যাবলোর শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানের শেষ পর্বে ভাতার কিষান মান্ডিতে কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । নাড়া পোড়ানো থেকে সকলকে বিরত থাকার পাশাপাশি মালচার সহ আধুনিক পদ্ধতিতে কিভাবে নাড়াগুলিকে অন্য কাজে ব্যবহার করা হবে সে বিষয়ে বিস্তারিত পথ নির্দেশ দেন আধিকারিকরা ।উপস্থিত ছিলেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, কৃষি আধিকারিক বরুণ হালদার, ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ পাল, ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক শেখ সাবীর আলী, দেবনারায়ণ মল্লিক, উজ্জ্বল মন্ডল সহ শতাধিক কৃষকরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct