দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাতের অন্ধকারে এক ভাগচাষির কীটনাশক প্রয়োগ করে পাঁচ বিঘা জমির ধান নষ্ট করল কেউ বা কারা।ঘটনাটি ঘটেছে মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রামের বাসিন্দা ভাগচাষি শেখ খোকার মাথায় আকাশ ভেঙ্গে পরেছে।নষ্ট হয়ে যাওয়া জমির পাশে কেঁদেই চলেছেন তিনি। কথা বলার শক্তিও যেন হারিয়েছে।সংসার চালাতে কখনো ভিনরাজ্যে কখনও গ্রামে দিনমজুরের কাজ করে খোকা। লাভের আশায় চড়া দামে জমি লিজে নিয়ে ধান চাষ করেন তিনি। দুবছরের জন্য ২৭ হাজার টাকায় ওই আট বিঘা জমি লিজে নেন খোকা। ধান পাকার সময়ও হয়ে এসেছিল। সোমবার বিকালে জমি দেখে বাড়ি ফিরে যান খোকা।তখনও সব ঠিক ছিল।কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁর আট বিঘা জমির মধ্যে প্রায় পাঁচ বিঘা জমিতে কীটনাশক প্রয়োগ করলে ধানগাছ পুড়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। ভাগচাষি শেখ খোকা বলেন,২৭ হাজার টাকায় জমি লিজে নিয়েছি।চাষের খরচ হয়েছে ৫০ হাজার টাকা।মহাজনের কাছ থেকে সুদে টাকা ধান চাষ করে ছিলাম।আমার এক লক্ষ টাকারও বেশি ক্ষতি হল।কীভাবে ঝণ শোধ করব বুঝতে পারছি না।সরকারি সাহায্য না পেলে সংসার নিয়ে পথে বসতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct