মোল্লা মুয়াজ ইসলাম, দুর্গাপুর, আপনজন: একজন প্রধান শিক্ষক স্কুলের জন্য কি করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত ড. কলিমুল হক। এবার দেশের সেরা স্বচ্ছ স্কুলের পুরস্কার পাচ্ছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রীর হাত থেকে ১৯ নভেম্বর দিল্লিতে এই পুরস্কার তুলে নেবেন নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ড. কলিমুল হক। একটি পিছিয়ে পড়া স্কুলকে সুপরিকল্পনার মাধ্যমে দেশের সেরা স্কুলে পরিনত করা যায় তার জ্বলন্ত প্রমাণ জাতীয় শিক্ষক কলিমুল হক। যে স্কুলে ভালো ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে চাইতো না যে ইস্কুলের শিক্ষক যোগ দিতে চাইতেন না সেই স্কুল এখন দেশের শিরোনামে। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কলিমুল হক বিদ্যালয় কে আগিয়ে নিয়ে চলেছেন। স্কুলে পাখিরালয়, কিচেন গার্ডেন সহ অসংখ্য বিষয়ে এই স্কুল যথেষ্ট সুনাম অর্জন করেছে। সর্বভারতীয় অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে স্বচ্ছ স্কুল প্রতিযোগিতায় নেপালি পাড়া হিন্দি হাই স্কুল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগে দেশের সেরা স্থান দখল করেছে এই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক বলেন, এটা কোন আমার একার কৃতিত্ব নয়, এটা সম্পূর্ণ রূপে টিম গেমের সাফল্য। এই স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, ম্যানেজিং কমিটি, স্কুলের ছাত্র ছাত্রী ও অবিভাবকদের পরিশ্রমে এই সাফল্য অর্জন বলে জানালেন। সঠিক করে জাতীয় সংগীত গাওয়া ,শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়মনুবর্তিতা এই স্কুলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রধান শিক্ষক কলিমুল হকের নেতৃত্বে স্কুল আরো সাফল্য পাবে বলে মনে করছে এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct