আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: সামনে গুজরাটে নির্বাচন আর সরকারের কাছে কোন ইস্যু না থাকায় নাগরিকত্ব আইন লাগু করে ভোট ব্যাঙ্ক করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ১৯৫০ সালের নাগরিকত্ব আইনকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্ক করতে চাইছে গুজরাত সরকার। বিধায়ক আরো বলেন, এই আইনের বিরুদ্ধে অনেক পিটিশন জমা পড়েছে দেশের সর্বোচ্চ আদালতে। আমিও একটি পিটিশন করেছি যার শুনানি সম্ভবত ডিসেম্বর মাসে। তিনি বলেন, যে আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা আছে, এককথায় বিচারাধীন, সে আইনকে সরকার কিভাবে কাজে লাগাতে পারে? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই কর্মযজ্ঞ আইনের পরিপন্থী শুধুমাত্র ভোট ব্যাঙ্ক গুছিয়ে রাখার জন্য এমন ইস্যু তৈরি করছে সরকার। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct