আপনজন ডেস্ক: ভারতের কাছে ৫ রানে হার দেখলো বাংলাদেশ। নির্ধারিত ১৬ ওভারে ১৪৬/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো সাকিব আল হাসানের দল। ভারতের দেয়া পাহড়সম টার্গেটে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারে ২ রান নিলেও পরের দুই ওভারে তাণ্ডব চালান লিটন দাস। আর্শদীপের ওভারে তিন চার হাঁকান টাইগার ওপেনার। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফের লিটনকে স্ট্রাইক দেন নাজমুল হোসেন শান্ত। স্ট্রাইকে গিয়ে টানা তিন বলে একটি ছক্কা ও দুটি চার হাঁকান লিটন। অর্থাৎ, আশদীপ ও ভুবনেশ্বরের দুই ওভারে মোট ৬ বাউন্ডারি হাঁকালেন লিটন দাস। ৪ ওভার শেষে বিনা উইকেটে ৩৫ রান বাংলাদেশের। সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে আগে বোলিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। কেএল রাহুল ও বিরাট কোহলির ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৪ রান তুলেছে ভারত। ভারতের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৪ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। কেএল রাহুলের সংগ্রহ ৫০ রান। ৩২ বলের ইনিংসটি সাজাতে ৩ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। তাছাড়া ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।
বাংলাদেশের হাসান মাহমুদ ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৩ রানের খরচায় ২ উইকেট নেন সাকিব আল হাসান। টাইগারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেন তাসকিন। ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ১৫ রান খরচ করেন তিনি।কেএল রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে বেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার টাইগার অধিনায়কের শিকার ভয়ঙ্কর হয়ে ওঠা সূর্যকুমার যাদব। সাকিবের করা ১৪তম ওভারের তৃতীয় বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রান করেন যাদব।১৪.২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১২১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধুঁকছিলেন কেএল রাহুল। ভারতের প্রথম তিন ম্যাচে দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি এই ওপেনার। এবার বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুললেন রাহুল। ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় হাঁকালেন ফিফটি। ভয়ঙ্কর হয়ে ওঠা রাহুলকে ফিরিয়ে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান।১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৬ রান। রোহিত শর্মাকে ফিরিয়ে হাসানের প্রায়শ্চিত্ত নিজের প্রথম দুই ওভারে মাত্র দুই রান দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেট পেতে পারতেন টাইগার পেসার। তবে রোহিত শর্মার সহজ ক্যাচ ফেলে দিয়ে হতাশ করেন হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারেই অবশ্য রোহিতকে ফিরিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন হাসান। ইয়াসির আলীর তালুবন্দি হওয়ার আগে মাত্র ২ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২২ রান।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct