সুব্রত রায়, কলকাতা, আপনজন: বাংলা থেকে গোবিন্দভোগ চাল রফতানির ওপরে শুল্ক চাপিয়েছে কেন্দ্র। তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। সেই শুল্ক ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বাংলার গোবিন্দভোগ চাল গত ২০১৭ সালের ২৪ অক্টোবর অর্জন করে নিয়েছে জিআই ট্যাগ। তবে অন্যান্য চালের তুলনায় এই চাল উৎপাদনে খরচ অনেক বেশি। রাজ্য সরকার আরব, দুবাই সহ বিভিন্ন দেশে এই চাল রফতানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। চাষিদেরকে উৎসাহ জোগাচ্ছে রাজ্য। সাধারণ মানুষদের এই চাল কিনতে উৎসাহ দিচ্ছে রাজ্য। লক্ষ্য, চাষিদের উপার্জন বাড়ানো। উল্লেখ্য, বাংলার গোবিন্দভোগ চাল পৃথিবী বিখ্যাত। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানি হয় বাংলার এই ‘রাজকীয়’ চাল। তার চাহিদাও ভালো।
কিন্তু এই পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে গোবিন্দভোগ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে কেন্দ্র। ব্যাপক এই করের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। যার ফলে আর্থিক সঙ্কটের মুখে বাংলার চাষিরা। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, এই করে ছাড় দেওয়া হোক। তাহলে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বাংলার চাষিরা। কৃষকদের স্বার্থ রক্ষার্থেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে বাসমতী চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করেও রাজ্যের আবেদনে তাতে ছাড় দেয় কেন্দ্র। এবার গোবিন্দভোগ চালের ক্ষেত্রেও রফতানি কর মকুবের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct