সুব্রত রায়, কলকাতা, আপনজন: মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয় বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে বুধবার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বিমানবন্দরে। সেখানে মোরবি সেতু বিপর্যয় নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘অসম্পূর্ণ সেতুকে সম্পূর্ণ বলে দেখিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এর জন্য সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় কমিশন হওয়া উচিত। এর বেলায় কেন ইডি সিবিআই দেখছে না?’ একইসঙ্গে গুজরাতে মোরবিতে ঘটনাস্থলে যাওয়া প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু গেলেই বলবে রাজনীতি করার জন্য এসেছে। আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু নির্বাচন জরুরি নয়, মৃতদের পাশে দাঁড়ানো আগে দরকার।’
প্রসঙ্গত ২০১৬ সালে কলকাতার পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এটা রাজ্যবাসীর উদ্দেশে ঈশ্বরের বার্তা।’ মানুষের মৃত্যু নিয়ে এমন মন্তব্য পছন্দ করেননি সাধারণ মানুষ। অসৌজন্যের রাজনীতি বলে সরব হয়েছিলেন অনেকে। কিন্তু সেই মোদির রাজ্য গুজরাতে এমন দুর্ঘটনা নিয়ে পাল্টা তোপ না দেগে মানবিক বার্তা দেওয়ায় সৌজন্যের নজির তৈরি হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীতে সেতু ভেঙে প্রাণ গিয়েছে বহু মানুষের। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। মোদির রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই বিপর্যয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct