আপনজন ডেস্ক: কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইনীয় বন্দর থেকে শস্য রপ্তানি চুক্তি স্থগিতের চারদিনের মাথায় হঠাৎ করেই আবার এ চুক্তিতে ফিরে আসছে বলে জানিয়েছে রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ এবং দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে অলোচনার পর রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে এই ইউটার্ন নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এ মুহূর্তে যে নিশ্চয়তা পাওয়া গেছে তা যথেষ্ট বলেই রাশিয়ান ফেডারেশন মনে করছে এবং চুক্তির বাস্তবায়ন শুরু করছে।”এই হামলাকে কারণ দেখিয়ে মস্কো জানিয়েছিল, তারা আর ওই করিডোর দিয়ে যাতায়াত করা বেসামরিক জাহাজের নিরাপত্তা দিতে পারবে না। তাই শস্য রপ্তানি চুক্তি স্থগিত করা হচ্ছে। তবে রাশিয়া চুক্তি স্থগিত করলেও জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেইন মিলে শস্য জাহাজ চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা করেছিল। এর মধ্যেই রাশিয়া বুধবার ফের চুক্তিতে ফেরার ঘোষণা দিল। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, কিইভ শস্য রপ্তানি রুটে রাশিয়ার বিরুদ্ধে সামরিক তৎপরতা না চালানোর ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছে। তুরস্ক এবং জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তাদের মধ্যস্থতায়ই ইউক্রেইনের কাছ থেকে এই লিখিত নিশ্চয়তা পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct