দেবাশীষ পাল, মালদা, আপনজন: রতুয়ার প্রাণকেন্দ্রে রাস্তার ধারে দিনের পর দিন বাড়ছে নোংরা আবর্জনার স্তূপ নাকে রুমাল দিয়ে করতে হচ্ছে যাতায়াত। গাড়ির চাকা হাওয়া ও পশু পাখির জন্য সেই আবর্জনা আবার ছড়িয়ে পড়ে যথাতত্র দিনের পর দিন একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে সেই জমা নোংরার আবর্জনার স্তূপ। বাজার হোক বা নিত্যদিনের যে কোন কাজ ও যে কোন সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজ যাই হোক না কেন যাতায়াতের একমাত্র রাস্তা। রতুয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া এ রাস্তা দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কয়েক হাজার পথচারীরা যাতায়াত করে থাকেন, এই রাস্তা পাশে একদিকে নানা হোটেল আর রেস্তোরাঁর আবর্জনা অন্যদিকে বাজারের আবর্জনায় ভর্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct