নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: জগদ্ধাত্রী পুজোর সঙ্গে চন্দননগরের নাম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। তারই কোন অংশে পিছিয়ে নেই কলকাতার উপরনগরী রাজারহাট-নিউটাউন। এবার আলো, মণ্ডপসজ্জা সঙ্গে অভিনব লেজার শো-য়ে এক টুকরো চন্দননগরকে তুলে ধরলেন নিউ টাউন বিধানসভা এলাকার অন্যতম ‘অশ্বিনীনগর সন্তোষপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি’। এই কমিটির সভাপতি স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগি তথা বিশিষ্ট সমাজসেবী রতন মৃধা। তিনি জানান, ‘এই পুজোকে সামনে রেখে আমার জন্মভূমি বাগুইআটি সন্তোষপল্লীর নাম বাংলার পাশাপাশি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। চমক হিসেবে মন্ডপে একটি লেজার শোয়ে দর্শকদের আকর্ষণ বাড়ানো হয়েছে’। তিনি আরও জানান, শুধু পুজো নয়। সেইসঙ্গে পুজোর ওই মঞ্চে গুচ্ছ সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। এ সবের অনুপ্রেরণায় রয়েছেন বিধায়ক তাপস চ্যাটার্জ। রবিবার নিউ টাউনের অন্যতম এই জগদ্ধাত্রী এই পুজো মন্ডপের উদ্বোধন হয়। মন্ডপের ওই সূচনা পর্বেও বাংলার সাম্প্রদায়িক-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অর্থাৎ ‘হার হার শম্ভ’ গানের বিতর্কিত মুসলিম নাম ফারমানি নাজকে উত্তরপ্রদেশ থেকে উড়িয়া আনে এই পুজো কমিটি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। দুজনেই বক্তব্যে দেশের মজবুত সম্প্রীতি বজায় রাখার কথা উঠে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct