রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সুতির অরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের মোমিন পাড়া আজুর মোড়ে আনুমানিক সাত লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সুলভ শৌচালয়। ব্লক প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটা করে হয়েছিলো উদ্বোধনও। কিন্তু সেই নির্মাণের প্রায় সাড়ে দুই বছর অতিবাহিত হলেও এখনও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়। শৌচালয়ের পুরো এলাকায় কার্যত আগাছায় রূপান্তরিত হয়েছে। জঞ্জাল আর নোংরা আবর্জনায় ভরে রয়েছে শৌচালয়ের চতুর এলাকা। জল ট্যাঙ্ক থেকে শুরু করে সব ব্যবস্থা রইলেও শৌচালয় চালু না হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া আজুর মোড়ের ব্যবসায়ীরা। এত বিপুল পরিমাণ টাকা খরচ করে শৌচালয় তৈরি করে জনসাধারণকে অসুবিধাই ফেলে কেন শৌচালয় বন্ধ রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে শৌচালয় চালু করার দাবিতে সরব হয়েছেন তারা। শৌচালয় বন্ধ থাকা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসসহ বিরোধীরা।
এ বিষয়ে সুতি-২ ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান জানান, খুব দুর্ভাগ্যজনক এবং বাস্তবতা। এত টাকায় শৌচালয় নির্মাণ করা হলেও ব্যবসায়ীদের অসুবিধায় ফেলে এখনো পর্যন্ত সেই শৌচালায় চালু করা হয়নি। শুধু তাই নয় দিনের পর দিন ডেঙ্গুর প্রকোপ বাড়লেও স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসন একেবারে নিরব। আমরা অবিলম্বে। সেই শৌচালয় চালু করার দাবি জানাচ্ছি। যদিও স্থানীয় অরঙ্গাবাদ-১ পঞ্চায়েত প্রধান ঝর্ণা দাসের দাবি, বিষয়টা নজরে এসেছে । খুব শীঘ্রই সেই শৌচালয় চালু ও আবর্জনার স্তুপ পরিষ্কার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct