সালমান হেলাল, আপনজন: মালদার সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে ‘লিমরা ফাউন্ডেশন’ আয়োজিত ‘সিরাতুন-নবী’ সেমিনার’ অনুষ্ঠিত হয়ে গেলো। অনুষ্ঠানে তেলাওয়াত, নাতে রসুল ও নবী মুহাম্মদ সা. এর প্রতি নিবেদিত কবিতা পাঠ হয়। বিভিন্ন মাদ্রাসা থেকে ৩৫ জন কুরানের হাফেজদের মেডেল, মানপত্র ও মেমেন্টো প্রদান করা হয়। প্রকাশিত হয় সালাম বাংলা পত্রিকার সিরাতুন নবী সংখ্যা। প্রকাশ করেন কালিয়াচক থানার আইসি উদয় শংকর ঘোষ মহাশয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও তরুণ বক্তা ওলি রাহমানি। এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া হামদার্দের শিক্ষার্থী মাওলানা ডা. মুহাম্মদ কাশিম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুদ্দিন, নয়মৌজা ঈদগাহের সম্পাদক হামিদুর রহমান, শিক্ষাবিদ মোসাররফ হোসেন, মুফতি ফাহিম, রাম হাসদা, ডা. মাহবুবুর রহমান, শিক্ষাবিদ মুহাম্মদ সারিফুজ্জামান, বাহান্নকুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আরিফ আলী, হাফেজ হাসানুজ্জামান, আলহাজ্ব আবদুস সামাদ, ডা. তাসলিম আরিফ প্রমুখ।
সেমিনারে ওলি রাহমানিকে শুনতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। যুবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। রাহমানি বলেন, ‘নবীর আদর্শ ও নবী প্রেমের মধ্য দিয়েই আমরা নবীকে স্মরণ করতে পারি।’ শেখ সাদী (রহঃ) এর রচিত ‘বালাগাল উলা বি কামালিহি’ কবিতার উদ্ধৃতি টেনে তিনি আরও বলেন, ‘শেখ সাব যেখানে তিন লাইন লিখে আর চতুর্থ লাইন লিখতে পারছিলেন না সেখানে নবী সা. নিজেই স্বপ্নযোগে চতুর্থ লাইনটি জুড়ে দেন। এছাড়াও নবী প্রেম, শিক্ষা ও সামাজিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে উপস্থিত সকল বক্তাগণ নবী মুহাম্মদ সা. এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমরা ফাউন্ডেশন ও সালাম বাংলা পত্রিকার সম্পাদক নাসিমুল হক নাসিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct