মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: সারা রাজ্য জুড়ে মঙ্গলবার ১ নভেম্বর থেকে শুরু হল পঞ্চম পর্বের দুয়ারে সরকার শিবির। দুয়ারে সরকার শিবিরের প্রথম দিন রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর ২৪ পরগনার সর্বত্র উপভোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলার দেগঙ্গা ব্লকেও এদিন দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়।ব্লকের বেড়াচাঁপা -১ এবং আমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। পঞ্চম পর্বের এই দুয়ারে সরকার শিবিরে সব মিলিয়ে মোট ২৭ টি পরিষেবার জন্য সাধারণ মানুষ আবেদন করতে পারবেন। শিবিরগুলিতে জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে পরিষেবা পেতে মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখেন। উল্লেখ্য, ব্লকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের বাড়ি গিয়ে বোঝানোর সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার শিবিরমুখী হওয়ার আহ্বান করেন বিশিষ্ট সমাজকর্মী তথা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্যরা। জনপ্রতিনিধিকে হাতের কাছে পেয়ে বেড়াচাঁপার মোশারফ হোসেন বলেন, এরকম একজন মানুষ বাড়িতে গিয়ে ডেকে এনে দুয়ারে সরকার শিবিরে যেভাবে আমাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে দিয়েছেন তা সত্যিই অকল্পনীয়। চাকলার বাসিন্দা সাধনা দাসজেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের মানুষের পাশে দাঁড়ানোর ভূয়সী প্রশংসা করেন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী,বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ,দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, দেগঙ্গার বি ডি ও সুব্রত মল্লিক সহ অন্যান্যদের তদারকিতে দুয়ারে সরকারের শিবিরে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানা একেএম ফারহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct