সুব্রত রায়, কলকাতা, আপনজন: চালু হয়ে গিয়েছে ‘দুয়ারে সরকার’ । আগেই জানা গিয়েছিল দুয়ারে সরকার থেকে এবারে মিলবে বিদ্যুৎ ও পাট্টা পরিষেবা। তবে এদিন জানা গেল আরও এক তথ্য। যাতে অনেকটাই সুবিধা হবে বিদ্যুৎ গ্রাহকদের। সেই সঙ্গে রাজ্য কোষাগারও হবে পূর্ণ। উল্লেখ্য, এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পেই দেওয়া হচ্ছে ই-রেশন কার্ড সুবিধা। উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় বকেয়া রয়েছে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল। সেই টাকা আদায়ে উদ্যোগী রাজ্য। আর এই জন্যই চালু করেছে বিশেষ স্কিম। বলা হয়েছে, গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে চাইলে দিতে হবে মাত্র অর্ধেক টাকা। আরও জানা গিয়েছে, চাষ এবং সেচেও বিদ্যুৎ বিলে দেওয়া হবে বিশেষ ছাড়। ব্যাপক এই ছাড় পেতে গ্রাহকরা দুয়ারে সরকার ক্যাম্পে টাকা মেটানোর চেষ্টা করবেন। আর এতেই ভরবে সরকারের ভাঁড়ার। জানা গিয়েছে, বকেয়া না মেটানোর জন্য যাদের সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে, তাঁদের সংযোগ ফের ফিরিয়ে দেওয়া হবে, বিল মেটালেই (ছাড়ের সুবিধা দিয়েই)। আজ থেকেই চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। তা চলবে একমাস ব্যাপী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নবান্ন সূত্রে খবর, সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct