সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর। সেই বিশ্ববিদ্যালয় এখন চূড়ান্ত অর্থ সঙ্কটে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে না টাকা। তবে রাজ্য পর্যাপ্ত টাকা দিচ্ছে। এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।শিক্ষামন্ত্রী’র দাবি, কেন্দ্রের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পাবে ৩০ কোটি টাকা। তবে তা দিচ্ছে না কেন্দ্র সরকার। তিনি বলেন, বর্তমান শিক্ষাবর্ষে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ২৮ কোটি টাকা দিয়েছে। সেই সাহায্য ছাড়া সম্ভব হত না পড়াশুনো- গবেষণা চালানো। শুধু তাই নয় ব্রাত্য বসু এদিন বলেন, ‘ইনস্টিটিউট ফর এক্সিলেন্স’- এর জন্য কেন্দ্রকে বারবার চিঠি দেওয়া হলেও মেলেনি উত্তর। অথচ রাজ্য তা করতে প্রয়োজনীয় টাকা দিচ্ছে। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় যতগুলি শূন্যপদের জন্য আবেদন করে রাজ্য তাতেই অনুমোদন দেয়।
প্রসঙ্গত, ওভার ড্রাফটের দিকে এগোচ্ছে এই বিশ্ববিদ্যালয় । ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক দেওয়াল। তবে অর্থাভাবে তা সারানো যাচ্ছে না। একদিকে অতিমারির সময়ে ব্যাপক খরচ। অন্যদিকে বিপুল খরচ বাড়লেও আয় বাড়েনি। আটকে রয়েছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের টাকা। এই সব সমস্যা বাদেও রয়েছে আরও সমস্যা। বিশ্ববিদ্যালয় পায়নি কেন্দ্রীয় প্রকল্প ‘আরইউএসএ’-র পুরো টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পুরোপুরি না আসার জন্যই এই সমস্যা। অতিমারির সময়ে পড়ুয়াদের কাছ থেকে কোনও টাকা নেয়নি বিশ্ববিদ্যালয়। কনসাল্টেন্সি থেকে আয়ও বন্ধ। জানা গিয়েছে, আর্থিক সমস্যা নিয়ে ইতিমধ্যেই বারবার হয়েছে কোর কমিটির বৈঠক। সমস্যা থেকে মুক্তির জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয়। আবেদন জানানো হয়েছে প্রাক্তনীদের কাছেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct