সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাস্তায় কোন কোন ভিভিআইপি’র জন্য ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে, তা নিয়ে ধন্দে পড়তে হয় পুলিশকে। এবার এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে একটি তালিকা তৈরি করল লালবাজার। সেই তালিকায় কেবলমাত্র ১৫ জন ভিভিআইপির যাতায়াতের জন্য ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে বলে জানানো হয়েছে।লালবাজার সূত্রের খবর, নতুন করে তৈরি করা সেই তালিকায় ১৫ জন ভিভিআইপি রয়েছেন। তার মধ্যে রয়েছেন সাংবিধানিক পদে থাকা ৬ জন ব্যক্তিত্ব, চার জন সিনিয়র আমলা, চারজন সিনিয়র পুলিশ অফিসার এবং একজন সাংসদ। সাংবিধানিক পদাধিকারী ভিভিআইপিদের মধ্যে রয়েছেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা এবং কলকাতার মেয়র। পাশাপাশি যে সিনিয়র আমলারা তালিকায় রয়েছেন তারা হলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং আলাপন বন্দোপাধ্যায়। পুলিশক র্তাদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের বিশেষ কমিশনার এবং এডিজি (আইন শৃঙ্খলা)। সাংসদ হিসাবে সেই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিষয়টি নিয়ে লালবাজারের এক কর্তা জানান, এই নতুন তালিকার ফলে একদিকে যেমন ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, তেমনি যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। লালবাজারের কাছে ভিভিআইপিদের তালিকা নির্দিষ্ট করা থাকলে যানজট সমস্যা অনেকটা কমানো যাবে বলে মত তাঁর। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ১৫ জন ভিভিআইপি’র তালিকা কঠোরভাবে মেনে চলার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা মেনেই এবার থেকে ভিভিআইপিদের জন্য সবুজ করতে হবে ট্রাফিক সিগন্যাল। থাকবে বাড়তি নজরদারি ব্যবস্থাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct