সুব্রত রায়, কলকাতা, আপনজন: গুজরাটে মোরবি কেবল ব্রিজ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর কবলে ঢলে পড়াদের তালিকাতে ছিল বাংলার যুবক হাবিবুল শেখ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অথচ সেই দেহ পেতে গিয়েই হেনস্থার শিকার হতে হল শোকগ্রস্ত পরিবারকে। কোনওরকম সাহায্যই করল না গুজরাট ও কেন্দ্র সরকার। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। বাড়ির ছেলের দেহ তাঁরা ফিরিয়ে আনেন নিজেদের খরচে। দেহ আনতে গিয়ে ধার করতে হয়েছে বিমান ভাড়ার টাকা। মৃতের দাদা বলেন, মাছ পাঠানোর মতো করে দেহ পাঠানো হয়েছে। আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আস্থা কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ। তা পালন করা হয়নি আদৌ। দেহ আসার পরে মৃতের বাড়িতে যান বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, হাবিবুলের পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবে রাজ্য। এদিন তিনি বেশ কিছু টাকা তুলে দেন মৃতের পরিবারের হাতে। তাঁর প্রতিশ্রুতি, প্লেন ভাড়া সহ প্রয়োজনীয় সমস্ত টাকাই তৃণমূল তুলে দেবে ওই শোকগ্রস্ত পরিবারের হাতে। স্থানীয়রা কটাক্ষ করছেন, ডবল ইঞ্জিন সরকারকে। মর্মান্তিক এই ঘটনার পর মৃতের পরিবারকে হেনস্থার শিকার হতে দেখে সরব সকলেই। মুখ পুড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct