সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সোনামুখী পৌর শহরের কৃষ্ণবাজার এলাকার চন্দন ধীবর কাজের সন্ধানে চেন্নাই পাড়ি দিয়েছিলেন। সেখানেই কাজ না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি ঘুরতে থাকেন রাস্তায় রাস্তায়। তখন চেন্নাইয়ের আমবাগাম মানসিক স্বাস্থ্য কেন্দ্র তাকে নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করেন । পরে শ্রাদ্ধা ফাউন্ডেশন মুম্বাই কার্জাট নামে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের কাছে থেকে চন্দন ধীবরকে নিয়ে আসেন এবং ভরত ভাটওয়ানি তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। পরে তার নাম পরিচয় ও ঠিকানা জানার জেনে পশ্চিমবঙ্গের সমাজসেবী সমর বসাকের সহযোগিতায় তাকে বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হল । পরিবারের সদস্যরা দীর্ঘ চৌদ্দ বছর পর চন্দন ধীবরকে ফিরে পেয়ে উল্লসিত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct