অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পুরসভা এলাকায় বাড়ছে ডেঙ্গি প্রকোপ। এমত অবস্থায় ডেঙ্গুর প্রকোপ রুখতে সক্রিয় বালুঘাট পুরসভা। সোমবার পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে চলে স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বালুরঘাট পুরসভার অন্তর্গত ২৫ টি ওয়ার্ডেই এই কর্মসূচি চলবে বলে জানান ভাইস চেয়ারম্যান। সোমবার সকালে বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায় বালুঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীর উপস্থিতিতে চলে স্প্রে সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এদিনের এই কর্মসূচিতে ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারাখ, বিপুলক্রান্তি ঘোষ সহ অন্যান্য জন প্রতিনিধি ও পুরসভার আধিকারিকেরা। এ বিষয়ে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, আমরা প্রত্যেকে মানুষের পাশে থাকতে চাই । মানুষের জন্য কাজ করতে চাই ।
আমরা বিপুল জনসমর্থন পেয়ে ক্ষমতায় এসেছি। মানুষের পাশে থাকার বার্তা আমাদের সর্বদাই রয়েছে। আজ ১১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর স্প্রে চলছে। বালুরঘাট পৌরসভার দুই এমসিআইসি এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা উপস্থিত রয়েছেন। ডেঙ্গুর বাড়বাড়ন্ত কমানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। বালুরঘাট পুরসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডেই এই কর্মসূচি চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct