এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত গুগল নিউজের ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত হল ইলিয়ট রোডের লিটল স্টার স্কুলে। কর্মশালা শেষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান গাজালা ইয়াসমিন আপনজন প্রতিনিধির এক প্রশ্নের জবাবে বলেন, ‘খবরের সত্যতা যাচাইকরন আজকের দিনে সবথেকে জরুরি, আমি শুধু একটাই জিনিস বলতে চাই সাংবাদিকতার একটা মৌলিক পদ্ধতি রয়েছে সেটাকে মনে রাখতে হবে। আমার মনে হয়েছে যে আজকের দিনে যে কোনো বিষয়ের সত্যতা অনুসন্ধানের প্রচুর গুরুত্ব আছে, আর সত্য অনুসন্ধান না করে ভুয়ো খবর পরিবেশনের মাধ্যমে অনেক সমস্যার সৃষ্টি হয়।’
বেশ কয়েকটি সহিংসতার ঘটনার উদাহরণ দিয়ে গাজালা ইয়াসমিন মিথ্যে খবর প্রচার না করবার অনুরোধ করেন। পাশাপাশি তিনি বলেন, ‘ফ্যাক্ট চেকিং পদ্ধতি সকল সাংবাদিকদের জানা উচিত। আমার মনে হয় যে সমাজ উদ্ধারের জন্য সবার ফ্যাক্ট চেকিং জানা খুবই প্রয়োজন।’ হলুদ সাংবাদিকতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা একটি পুরনো ধারণা, তবে তারই নতুন সংস্করণ হল ভুল তথ্য দ্বারা বিভ্রান্তি ছড়ানো।’ বর্তমান সময়ে যেভাবে ইউটিউব নিউজ চ্যানেল এবং নিউজ পোর্টালের উপর ভিত্তি করে অদক্ষ সাংবাদিকদের বাড়বাড়ন্ত নিয়ে সরব হন গাজালা ইয়াসমিন। তিনি বলেন, ‘এটি একটি ভয়ংকর দিক, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল পেশা যার মাধ্যমে বিভ্রান্তি, কুপ্রথা, কুপ্রচার এড়ানো সম্ভব। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিক হতে গেলে অনুশীলন প্রয়োজন তবে সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য জানতে গেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত।’ সাংবাদিকতা পেশার গুরুত্ব সংশ্লিষ্ট বিষয়ে গাজালা ইয়াসমিন জানান, ‘সব পেশাই সম্মানজনক এবং সমান গুরুত্ব রয়েছে, ডাক্তার হোক কিংবা শিক্ষক। তবে আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে সাংবাদিকতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, মেয়েদের অনেক সমস্যার কারণে ভালো সাংবাদিক হতে পারে না। তবে আজকের দিনে আমরা দেখছি দেশে অনেক ভালো ভালো সাংবাদিক তৈরি হয়েছে। আমি মনে করি বেশি বেশি সংখ্যক প্রশিক্ষিত ছাত্র ছাত্রীদের এই পেশায় যুক্ত হওয়া উচিত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct