আপনজন ডেস্ক: করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করায় চীনের সবচেয়ে বড় আইফোন নির্মাণকারী কারখানায় আটকে পড়েছেন শ্রমিকরা। এরই মধ্যে অনেক শ্রমিককে ওই কারখানার বেড়া টপকে পালিয়ে যেতে দেখা গেছে। চীনের কঠোর কোভিড নীতিমালার কারণে ইলেকট্রনিক যন্ত্র নির্মাণ প্রতিষ্ঠান ফক্সকনের ওই কারখানায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেনান প্রদেশের রাজধানী জেংঝু শহরে অবস্থিত ওই কারখানার বাইরের বেড়া টপকে অন্তত ১০ জন শ্রমিক পালিয়ে যাচ্ছেন। এ ছাড়া গণপরিবহনে ধরা পড়ার আশঙ্কায় অনেকেই হেঁটে নিজেদের এলাকায় যাচ্ছেন বলে জানা গেছে। অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকনের জেংঝু কারখানায় দুই লাখের মতো কর্মী কাজ করেন। ওই কারখানায় কতজনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct