আর এ মণ্ডল, কলকাতা, আপনজন: আন্তর্জাতিক সংস্থা “দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার,” প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। জর্ডান ভিত্তিক এই মুসলিম সংগঠন কর্তৃক বিশ্বব্যাপী সমীক্ষার মাধ্যমে ৫০০ জনের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের নাম ঘোষণা করে আসছে এই বেসরকারি সংস্থা।
ইসলামিক স্কলার,জ্ঞানী গুণী প্রজ্ঞাশীল ইসলামী চিন্তাবিদ ও ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম ২০২৩ সালের তালিকায় উল্লেখ করা হয়েছে। জমিয়ত উলামা ই হিন্দের সভাপতি হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী সাহেব“ম্যান অফ দ্যা ইয়ার” নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি সমগ্র বিশ্বের প্রভাবশালী মুসলমানদের মধ্যে ১৫ তম স্থানে রয়েছেন। এটি শুধুমাত্র ভারতের মুসলমানদের জন্যই নয়, দুনিয়ার অন্যতম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষের জন্যও এটি একটি গর্বের ও আনন্দের বিষয়। তালিকায় শীর্ষস্থানে আছেন সালমান বিন আব্দুল আজিজ, দ্বিতীয়স্থানে আছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনী, তৃতীয় স্থানে রয়েছেন কাতারের আমির আল থানী, চতুর্থ স্থানে রয়েছেন তুর্কী প্রেসিডেন্ট এরদোগান। শাইখুল ইসলাম মুফতি তাক্বী উসমানী রয়েছেন ষষ্ঠ স্থানে, এছাড়াও সৌদি প্রিন্স সালমান দশম স্থানে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ১৩ তম স্থানে রয়েছেন। বিশিষ্ট পাক স্কলার মৌলানা ত্বারিক জামিল ৩২ তম, ফুটবলার মুহাম্মাদ সালাহ্ ৩৯ তম স্থানে রয়েছেন, এছাড়াও ভারতীয়দের মধ্যে বিশেষ সম্মানীয় ব্যাক্তির তালিকায় রয়েছে মওলানা আরশাদ মাদানী, আবুল ক্বাসিম রাবে হাসান নদভীর নামও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct