নিজস্ব প্রতিবেদক, কালনা, আপনজন: রবিবার সন্ধ্যায় গুজরাতের মরবিতে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বাংলার এক যুবক। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ, সেই বিপর্যয় স্থলে গিয়েছিলেন ছট পুজোর উৎসব দেখতে। হাবিবুল শেখ গুজরাতে থাকতেন এবং একজন পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে স্বর্ণকারের কাজ করতেন। এই বিপর্যয়ের খবর পূর্বস্থলী গ্রামে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার সকালে, পূর্বস্থলী উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তপন চট্টোপাধ্যায়, হাবিবুল শেখের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিধায়ক মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে নিহতের মরদেহ তাঁর প্রিয়জনের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়, বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব হাবিবুল শেখের মৃতদেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। তপন চট্টোপাধ্যায়, নির্দ্বিধায় পরিবারের সদস্যদের কোনও অসুবিধার হলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। এই পরিস্থিতিতে বিধায়ক ওই পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি গ্রামের মানুষ। কিন্তু হাবিবুল শেখের মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা গ্রাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct