সুব্রত রায়, কলকাতা, আপনজন: এতদিন তাঁকে চুপ করে থাকতে বা ফোঁপাতে দেখা গিয়েছিল। এবারে আর চুপ নয়, রীতিমত গর্জে উঠলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আদালতে ঢোকার মুখেই ধমক লাগালেন!গত ২৮ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে প্রসিডেন্সি জেল কর্তৃপক্ষ ভেবেছিল শুনানি হবে ভার্চুয়াল। তাই শুধুমাত্র ফাইল পাঠানো হয়েছিল ভেকেশান কোর্টে। তবে এই আদালতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা নেই। জেল কর্তৃপক্ষের এই ‘ভুল’ বোঝাতেই ক্ষুব্ধ হয় আলিপুর আদালত। অসন্তোষ প্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। নির্দেশ ছিল, ৩১ অক্টোবর সশরীরে হাজির করতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের।
শুনানির জন্য হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের একাংশ তাঁকে প্রশ্ন করেন, তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত কি না। আর এই প্রশ্নেই ‘ধমক’ দেন পার্থ চট্টোপাধ্যায়। গর্জে উঠে বলেন, ‘চুপ করে থাকুন’। ওই সময়ে তাঁকে আঙুল ওঁচাতেও দেখা যায়। উল্লেখ্য, আজ ইডি’র একটি মামলায় তিনি ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেবেন। এখন অপেক্ষা দুই মামলায় আদালত কী রায় দেয় তা শোনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct