সুব্রত রায়, কলকাতা, আপনজন: গুজরাটে মোরবা ব্রিজ এর দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়ার দাবি জানালেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা, তাপস রায় । এদিন তিনি অভিযোগ করেন, বিজেপির কাছে মানুষের নিরাপত্তা কখনোই বড় প্রশ্ন নয়,ওদের কাছে বড় বিষয় হলো নির্বাচন। প্রযুক্তিবিদদের সঙ্গে পরামর্শ না করেই লোড টেস্ট সহ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-নিরীক্ষা না করেই তড়িঘড়ি এই সেতু খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। পাশাপাশি এই সেতুর মেরামতি নিয়ে কোন অনৈতিক আর্থিক লেনদেন বা ঘোটালা হয়েছে কিনা সে বিষয়টি নিয়েও তদন্ত করে দেখার দাবি জানালেন তাপস রায়। পোস্তার ব্রীজ ভেঙে পড়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় এর রাজ্যের সরকার পড়ে যাওয়া ইঙ্গিত দিয়েছিলেন । গুজরাটের মোর্ভা ব্রিজ ভেঙে পড়াও আগামী দিনে গুজরাট নির্বাচনে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তাপস বাবু।নির্বাচনের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির সাংসদ বিধায়কদের এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে। এ প্রসঙ্গে বিধায়ক তাপস রায় বলেন, জনপ্রতিনিধি হওয়ার পর মানুষের কিছু আশা থাকে। পোস্টার পড়লো কি পড়ল না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর এটা সংশ্লিষ্ট জনপ্রতিনিধির দায় ও দায়িত্বের মধ্যে পড়ে। সময় করে নিজের বিধানসভা এলাকায় যাওয়া, এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা ও তার প্রতিকার করা।বিরোধীরা অভিযোগ করছেন,রাজ্যের বিভিন্ন প্রান্তে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাকে ঘিরে মারামারি, রক্ত ক্ষয়ের রাজনীতি চলছে।
এ প্রসঙ্গে তাপস বাবু বলেন, দুই একটি বিক্ষিপ্ত ঘটনাকে বিরোধীরা বড় করে দেখাবার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস দল আকার আকৃতিতে যথেষ্ট বড় হয়েছে। দলে গণতান্ত্রিক পরিবেশ সুপ্রতিষ্ঠিত হয়েছে। দল সমস্ত কিছু নজরে রাখছে। সঠিক সময়ে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে, বলে জানালেন তাপস রায়।শহরের বুকে চাকরি প্রার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সহানুভূতিশীল। আসন্ন দীপাবলি ছট পুজো উপলক্ষে তিনি রাজ্যের মানুষের মঙ্গল কামনা করেছেন। যে সমস্ত ছেলে মেয়েরা চাকরির দাবিতে আন্দোলন করছেন তাদের জন্যেও মুখ্যমন্ত্রী মঙ্গল কামনা করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকার নিশ্চয়ই এই সমস্যার দ্রুত সমাধান করবেন বলেও এদিন জানান তাপস রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct