আপনজন ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট বাদুড়। আবার বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী। নাম তার ‘বাম্বলবি ব্যাট’। আমাদের পুরো বিশ্বে ১২০০টিরও বেশি প্রজাতির বাদুড় রয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে ছোটটি শুধু থাইল্যান্ড এবং মিয়ানমারের কয়েকটি গুহায় পাওয়া যায়। বাম্বলবি বাদুড়টি এতই ছোট যে মানুষের আঙুলের ওপর আরামে বিশ্রাম নিতে পারে। এর আকার ২৯ থেকে ৩৩ মিমি পর্যন্ত। সবচেয়ে অবাক হবেন ওজন শুনে। এর ওজন মাত্র ২ গ্রাম। বাম্বলবি বাদুড়ের ডানার বিস্তার ১৭০ মিলিমিটার।
১৯৭৩ সালে থাই জীববিজ্ঞানী কিট্টি থংলংয়া আবিষ্কার করেছিলেন প্রজাতিটি। যিনি প্রজাতিটির নাম দিয়েছিলেন ‘বাম্বলবি ব্যাট’। এর পর থেকেই পশ্চিম থাইল্যান্ডের বাঁদুড়ের গুহাগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। দুর্ভাগ্যবশত মানুষের এই আকর্ষণ বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। থাই বাদুড় বিশেষজ্ঞ পিপাট সোইসুক কয়েক বছর আগে বলেছিলেন, কিছু গুহাকে ‘শো গ্রোটোস’-এ পরিণত করা হয়েছে যার ফলে বাদুড়ের আবাসস্থল ধ্বংসের দিকে নিয়ে গেছে। পর্যটকদের আরামের কথা চিন্তা করে গাইডরা গুহার ভেতর কিছু পরিবর্তন করছে। এর প্রভাব গিয়ে পড়েছে এই ছোট্ট বাদুড়দের আবাসস্থলে। ২০০৯ সালের একটি জরিপ অনুসারে, থাই বাম্বলবি বাদুড়ের জনসংখ্যা প্রায় ৪৫,০০০। তবে মিয়ানমারে এর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বাম্বলবি বাদুড় ১০ থেকে ১০০টি একসঙ্গে বাস করে। যদিও ৫০০টি একসঙ্গে বাস করে বলে অনেক জায়গায় জানা গেছে। তারা নিশাচর শিকারি। বিভিন্ন প্রজাতির পোকামাকড় শিকার করার জন্য ইকোলোকেশন ব্যবহার করে। সন্ধ্যায় মাত্র ৩০ মিনিট এবং ভোরের দিকে ২০ মিনিটের জন্য তাদের ছানা ছেড়ে যায়। আবার ফিরে আসে ছানার কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct