আব্দুস সামাদ, দেগঙ্গা, আপনজন: রবিবার ৯ টি ব্লক নিয়ে দুই ২৪ পরগনা জুড়ে শতাধিক ছাত্র ছাত্রীর মেধা অন্বেষণ পরীক্ষা করল অলবেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। এদিনের মেধা পরীক্ষা নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় ১৬০০ ছাত্র ছাত্রী ৪৯ টি প্রাইভেট স্কুল থেকে অংশগ্রহন করে। এদিনের মেধা অন্বেষণ পরীক্ষা জেলার পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র গুলি হল দেগঙ্গা, হাড়োয়া, বারাসাত দুই, বসিরহাট দুই ও স্বরূপনগর। পরীক্ষা বেলা বারটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে, বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা দ্বারা সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
জানা গিয়েছে, অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এই মেধা অন্বেষণ পরীক্ষা গত পাঁচ বছরের মধ্যে তিন বার অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছে। করোনা কালীন দুই বছর পরীক্ষা আয়েজন করতে সম্ভব হয়ে ওঠেনি বলে জানায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। তিনি বলেন, অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এর মাধ্যমে এই মেধা অন্বেষণ পরীক্ষা আয়েজনের মধ্য দিয়ে মেধাবী ছাত্র ছাত্রী দের খুঁজে বের করা আসল উদ্দেশ্য এই অ্যাসোসিয়েশনের। এই সংগঠন বর্তমানে ছয়টি জেলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুর সহ রাজ্যর বিভিন্ন প্রান্তে সাড়া ফেলেছে।” এসোসিয়েশনের দেগঙ্গা সেন্টার ইনচার্জ মোস্তাফিজুর জানান, এই পরীক্ষায় প্রতি শ্রেণীর প্রথম তিন জন সফল ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার দিয়ে সংবর্ধনা জানান হবে আগামী ১৩ নভেম্বর টাকি সংস্কৃত মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে জানান, “এই সংগঠন শুধু পাঠ্যপুস্তকের মধ্য সীমাবদ্ধ না রেখে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কে নতুন আলোর দিশা দেখানোর জন্য সর্বদা তৎপর। সেজন্য আগামী ২০২৩ সালে জানুয়ারীর প্রথম সপ্তাহে ব্লক ভিত্তিক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জেলা ভিত্তিক ও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যে স্থরে স্পোর্টস বা ক্রীড়ার আয়েজন করতে চলেছে অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন।”আগামী দিনে এই সংগঠন রাজ্যর প্রাইভেট স্কুল গুলির দিশা দেখাবে বলে আশাবাদী এসোসিয়েশনের কর্মকর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct