মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: দেগঙ্গা ব্লকের আমুলিয়া,কলসুর, সোহাই শ্বেতপুর সহ বিভিন্ন অঞ্চলের দুঃস্থ মানুষদের বাড়িতে ঘুরে ঘুরে নিজ উদ্যোগে নতুন মশারি, বালতি সহ স্বাস্থ্য সামগ্রী তুলে দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জেলা পরিষদ সদস্যা ঊষা দাস, বিশিষ্ট সমাজসেবী রিংকু সাহাজি, সমাজসেবী রেজাউল আলি, মইফুল আকুঞ্জী, সহিদুল, এমদাদুল হক, প্রমুখ।
যাঁর উদ্যোগে এই মহান কর্মসূচি সেই একেএম ফরহাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের অন্যতম নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়ে থাকি। নিয়মিতভাবে মানুষের জন্য কিছু করতে পারলে মানুষ হিসেবে ধন্য মনে হয়। তাই দলের অনুগত কর্মী হিসেবে একেবারে নিচু তলায় মানুষের হাতে মশারি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়িতে ঘুরে জমা জল অপসারণ সহ লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান। একেএম ফারহাদ সকল সমাজ সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকাবাসীর কাছে তিনি বার্তা দেন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উপভোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহকারে উপস্থিত হয়ে নিজেদের প্রাপ্তি বুঝে নেওয়া জন্য ।দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানান, মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। কর্তব্য। তাই সে কাজই আমরা করে চলেছি সবাই।স্থানীয় বাসিন্দা তপন ঘোষ জানান এইভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মশারি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার জন্য একেএম ফারহাদ সহ তাঁর টিমকে অনেক ধন্যবাদ। মোশারফ হোসেন নামে অন্য এক ব্যক্তি জানান বিগত দিনেও এই সকল মানুষকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে আবারও তাঁরা যেভাবে পাশে এসে দাঁড়ালেন তাঁদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct