আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লীগ ও প্রিমিয়ার লীগের রানার্সআপ লিভারপুল। ইউসিএলের চলতি মৌসুমেও ছন্দ দেখাচ্ছে অলরেডরা। ইতোমধ্যে নক আউট পর্বে পৌঁছেছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে প্রিমিয়ার লীগে ধুঁকছে লিভারপুল। ১২ ম্যাচে ৪ হারে টেবিলের নবম দল তারা। সবশেষ ম্যাচেও হেরেছে মোহাম্মদ সালাহরা। শনিবার রাতে অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে দীর্ঘ ২১ বছর পর লিভারপুলকে হারাতে সমর্থ্য হলো লিডস। সবশেষ ২০০১ সালে অ্যানফিল্ডে ২-১ ব্যবধানেই অলরেডদের হারিয়েছিল লিডস। এর মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ বার দেখা হয়েছে দুই দলের। প্রিমিয়ার লীগে ঘরের মাঠে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো লিভারপুল। ২০২১ সালের মার্চে সবশেষ হেরেছিল অলরেডরা। ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় লিডস ইউনাইটেড। দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো মরেনো। ১০ মিনিটের ব্যবধানে মোহাম্মদ সালাহর গোলে সমতা টানে লিভারপুল। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। তবে গোলমুখে বারবার ব্যর্থ হচ্ছিল লিভারপুল-লিডস। ম্যাচ যখন ১-১ গোলে ড্রয়ের পথে তখন নাটকীয় মোড় দেন লিডসের সামারভাইল। ৮৯তম মিনিটে লক্ষ্যভেদ করে দলকে জয় এনে দেন এই ডাচ উইঙ্গার। ১২ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৪ হারে নবম স্থানে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে ১৫তম লিডস ইউনাইটেড। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct