সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারও বিশেষ সুবিধা মিলবে ‘দুয়ারে সরকার’ থেকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া শিবিরে কেউ খাদ্যসাথী কাউন্টারে ৪ নম্বর ফর্ম জমা দিলেই নিমেষেই পেয়ে যাবেন ই-রেশন কার্ড।জানা গিয়েছে, আবেদনকারী যদি আরকেএসওয়াই-১ বা ২ শেণি’র হন তাহলে পরের সপ্তাহ থেকেই তিনি পাবেন রেশন। আবেদন করার পরেই ই-রেশন কার্ড আবেদনকারী পেয়ে যাবেন ই-মেইল বা হোয়াটসঅ্যাপে। ‘দুয়ারে সরকার’-এর প্রতি শিবিরে খাদ্যসাথী কাউন্টারে উপস্থিত থাকবেন ফুড ইনস্পেক্টর এবং দক্ষ কর্মী। এও জানা গিয়েছে, ফর্ম জমা দেওয়ার পরেই তা অনলাইনে আপলোড হবে এবং তখনই হবে অনলাইন ভেরিফিকেশন। মানে সুবিধা, অনস্পট।
আবেদনের সময়ে নির্দিষ্ট ফর্মের সঙ্গে জমা দিতে হবে রেশন এবং আধার কার্ডের জেরক্স। আরও জানা গিয়েছে, ৫ বছরের নিচে যারা তাদের জন্য প্রয়োজন জন্ম শংসাপত্র এবং মোবাইল নম্বর। ওই শিশু অন্ত্যোদয় পরিবারের হলে তাঁর জন্য আপাতত সুবিধা থাকবে আরকেএসওয়াই-১- এর। কারণ, কেন্দ্রের নিয়মে অন্ত্যোদয় সংখ্যা নির্দিষ্ট। তবে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তীতে এই শিশুরা আগাম সুবিধা পাবে। অন্যদিকে, দুয়ারে সরকার থেকে এবারে ডেঙ্গু সচেতনতা প্রচার চালানো হবে। এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct