দেবাশীষ পাল, মালদা, আপনজন: যাকে লাঠি, বন্দুক হাতে আইনশৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁর হাতে মাইক্রোফোন। মঞ্চে একের পর এক জনপ্রিয় হিন্দি গান গাইছেন পুলিশ আধিকারিক। আর সেই গানের তালে কোমর দোলাচ্ছেন থানার পুলিশকর্মী থেকে আধিকারিকরা। দীপাবলি উপলক্ষে মালদহের মানিকচক থানার উদ্যোগে বুধবার রাতে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই মাইক্রোফোন হাতে একের পর এক হিট গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদার। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পার্থসারথি হালদার। মানিকচক থানার আইসি। আরামবাগ থানায় দীর্ঘদিন কড়া হাতে আইসি পদ সামলে গত তিন মাস আগে মানিকচক থানার আই সি হিসেবে যোগদান করেন। আইন রক্ষক হিসাবে প্রশাসকের ভূমিকায় মাত্র অল্প কিছুদিনের মধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন আইসি পার্থসারথি হালদার। প্রশাসক হিসেবে তিনি প্রচন্ডই কঠোর। তবে মাইক্রোফোন হাতে তিনি একেবারে অন্য এক রকম মানুষ। তিনি একের পর এক জনপ্রিয় হিন্দি গান গেয়ে চলেছেন। আর তালে তাল মিলিয়ে নেচে চলেছেন তার অধীনে কর্মরত পুলিশ কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য আধিকারিকরা। বাদ পড়েনি আমজনতা ও। দর্শক ও আসন ছেড়ে গানের তালে নাচে মত্ত হয়েছে ন। প্রায় ১০০ বছরের ও বেশি পুরনো মানিকচক থানা প্রাঙ্গনের কালীপুজো। মানিকচক থানার পুলিশের উদ্যোগে ই এই পূজোর আয়োজন। এই পুজোকে কেন্দ্র করে গত বুধবার আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার। স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে থানা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের আকর্ষণ হয়ে দাঁড়ান মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার। তার গানের গলায় মুগ্ধ দর্শক আসনে সকলে। তািই প্রশংসায়ও পঞ্চমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct