আপনজন ডেস্ক: এবার বাংলাদেশ থেকে নির্বাসিত বির্তকীত লেখিকা তসলিমা নাসিরনের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। তার ময়মনসিংহের বাড়ি ভেঙে নির্মাণ করা হবে বহুতল ভবন। 'অবকাশ' নামের তসলিমার বাড়িটি টিএন রায় রোডে অবস্থিত। যেখানে কেটেছে তসলিমার শৈশব-কৈশোর আর যৌবন। বাড়িটি ভেঙে ফেলার খবর সোশ্যাল সাইটে নিজেই জানিয়েছেন তসলিমা। তার লেখায় ফুটে উঠেছে নানান স্মৃতি, হাহাকার আর উত্তরসূরিদের প্রতি ক্ষোভ। তসলিমা লিখেছেন, 'কেউ কেউ ফেসবুকে 'অবকাশ' ভাঙার ছবি পোস্ট করছে, দুঃখ করছে, স্মৃতিচারণ করছে। আমার শৈশব, কৈশোর, যৌবনের সেই 'অবকাশ'। ময়মনসিংহ শহরের টি এন রায় রোডে আমার বাবার কেনা সুন্দর বাড়িটি অবকাশ। এই অবকাশ ভেঙে গুঁড়ো করার সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।আমার কোনও সম্পর্ক নেই। শুধু এইটুকু জানি, তাদের মধ্যে কেউ কেউ খুব লোভী, স্বার্থপর, ধুরন্ধর, কেউ কেউ কট্টর মৌলবাদী। জ্ঞান বিজ্ঞান আর প্রগতিশীলতার একটি কেন্দ্র ছিল যে বাড়িটি, আজ সেটি ধ্বংসস্তূপে পরিণত। ধন দৌলতের কাঙালদের কাছে প্রগতিশীলতা, উদারতা, সহমর্মিতা, স্মৃতি ও সৌন্দর্যের কোনও মূল্য নেই। শুনেছি বাড়িটিতে আমার মায়ের হাতের লাগানো সব ফুল ফুল গাছ শেকড়সুদ্ধ উপড়ে ফেলে একটি আধুনিক বহুতল বিল্ডিং বানানো হচ্ছে। আমার কর্মঠ বাবার অকর্মণ্য উত্তরসুরিরা সেই বিল্ডিং-এ পায়ের ওপর পা তুলে বংশ পরম্পরায় খাবে। ও বাড়ির এখন আমি কেউ নই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct