আপনজন ডেস্ক: যুক্তরাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর জন্য ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনককে আরও সক্রিয় হওয়ার ‘পরামর্শ’ দিলেন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা। পাশাপাশি, বেতন বিভ্রাট নিয়ে নার্সদের একাংশও ঋষির কাছে অভিযোগ জানান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ( ২৮ অক্টোবর) দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি। সে সময় ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিক ভাবে তাঁর দেখাশোনা করছে কি না। জবাবে ওই রোগিণী বলেন, ‘‘ওরা সব সময়ই ভাল ভাবে কাজ করেন। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা ওদের ঠিক ভাবে বেতন দেন না।’’জবাবে ঋষি বলেন, ‘‘আমি চেষ্টা করব।’’ এর পর ক্ষুব্ধ স্বরে ওই বৃদ্ধা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’’ ঋষি উত্তরে বলেন, ‘‘ঠিক আছে, তাই হবে।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct