এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: 'বনগাঁতে আগামী চার বছরের মধ্যেই কলকাতা নিউমার্কেটের আদলে গড়ে উঠবে বনগাঁ নিউমার্কেট', বনগাঁ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ৷ উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এই শহরকে কেন্দ্র করে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করছে বনগাঁ পৌরসভা৷ বনগাঁবাসীকে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বনগাঁ নিউমার্কেটটি ঢেলে সাজানোর কথা ঘোষণা করছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোপাল শেঠ জানান৷ 'কলকাতা নিউমার্কেটের আদলে আমরা এই মার্কেট করব, যাতে সহজেই কোন দোকান কোথায় আছে তা চেনা যায়। যেহেতু ব্যস্ততম জায়গায় আমাদের এই নিউমার্কেট, সুতরাং কলকাতার আদলেই আমরা বনগাঁর এই নিউমার্কেট আগামী চার বছরের মধ্যেই সাজাবো।' বনগাঁর অভিনব নিউমার্কেটে কি কি পাওয়া যাবে সে সম্পর্কে গোপাল শেঠ বলেন 'এখানে পৃথক পৃথক মার্কেট করে সবজি, মাছ থেকে শুরু করে কাপড়ের দোকান, সোনা-রুপোর দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকান সহ সমস্ত প্রকার দোকান থাকবে৷' বনগাঁ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত ওই অনুষ্ঠান শেষে বনগাঁর বিশিষ্ট মরমী পালাকার কানাই নাথের পূর্ন বায়ব মূর্তির উন্মোচন করেন উপস্থিত বিশিষ্টজনেরা৷ এদিন বক্তব্যের মধ্য দিয়ে পালাকার কানাই নাথের জীবনকাহিনী তুলে ধরেন বক্তাগন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষ, চেম্বার অফ কমার্সের সম্পাদক বিনয় সিংহ, জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়, জাতীয় শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, পালাকার কানাইনাথের সুযোগ্য পুত্র নিমাই নাথ সহ এক ঝাঁক লেখক সাহিত্যিক প্রমুখ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct