মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: একজন অসহায় মানুষের বিপদের সময় তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করাটাই হল একজন জনপ্রতিনিধির প্রথম কাজ বলে জানালেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা একেএম ফারহাদ। উল্লেখ্য, দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেডাঙ্গা গ্রামের আশুতোষ দাসের ১০ বছরের ছেলে অনুপম দাস অসুস্থ। শুক্রবার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি এবং একেএম ফারহাদ দু’জনে অনুপম ও তার বাবাকে সঙ্গে নিয়ে বারাসাত হাসপাতালে গিয়ে হাসপাতাল সুপার সুব্রত মন্ডলের সঙ্গে দেখা করেন।যাতে অনুপম সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা পেতে পারে তারজন্য তাঁরা দু’জনে হাসপাতাল সুপারকে অনুরোধ করেন।মফিদুল হক সাহাজি বলেন, হাসপাতাল সুপারের তত্বাবধানে এই হাসপাতাল থেকে মানুষ ভালো পরিষেবাই পাচ্ছেন। একেএম ফারহাদ বলেন, একজন জনপ্রতিনিধি মানুষের সঙ্গেই থাকেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তার দেখানো মানবিক দৃষ্টিভঙ্গীকে অনুসরণ মানুষের পাশে দাঁড়ানো উচিত প্রতিনিধিদের । সেই দায়িত্ব পালন করতেই ওই পরিবারের পাশে দাঁড়ানো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct