আপনজন ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অবশেষে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ট্যুইটার কেনা নিশ্চিত করলেন। এর আগে নিজের ট্যুইটার অ্যাকাউন্টের নামও পরিবর্তন করেছেন তিনি। অ্যাকাউন্টের নতুন নাম দিয়েছেন ‘চিফ টুইট’। বৃহস্পতিবার এক টুইটে ট্যুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন টেসলা সিইও। সেই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের অভয় দিয়ে বলেছেন, নতুন মালিকানায় ট্যুইটার কর্তৃপক্ষ কোনো নিষ্ঠুর সিদ্ধান্ত নেবে না। ট্যুইটারের বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রিয় ট্যুইটার বিজ্ঞাপনদাতারা, আমি কী কারনে ট্যুইটার কিনেছি— তা পরিষ্কার করতে সম্ভব হলে আপনাদের সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করতাম। কারণ, কেন আমি ট্যুইটার কিনেছি এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনদাতাদের সম্পর্কে আমি কী চিন্তা-ভাবনা করি— এসব ব্যাপার নিয়ে বাজারে অনেক অনুমান ও ধারণার উদ্ভব হয়েছে। এসব অনুমান এবং ধারণার অধিকাংশই ভুল।’ এর আগে, বৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় ট্যুইটার সদর দপ্তরে হাজির হন ইলন মাস্ক। অদ্ভুতভাবে এসময় তার হাতে ছিল বিশাল একটি সিংক। ট্যুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ট্যুইটার সদর দফতরে ঢুকছি... সেটাকে পুরোপুরি বুঝে নেই!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct