মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলার নাকাশিপাড়া তিনচাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হল শুক্রবার। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই পাঁচ জন রায়গঞ্জ এলাকা দিয়ে ফিরছিল নদীয়া মায়াপুরে উদ্দেশ্যে যাচ্ছিল।স্থানীয় বাসিন্দারা জোড় আওয়াজ শুনে এসে দেখে রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে আছে চারচাকা গাড়ির থাকা যাত্রীরা এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্মরত চিকিৎসকের মৃত্যু বলে জানায়। স্থানীয় এক বাসিন্দা জানায় ট্রেলার গাড়ি ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ হয় বহরমপুর দিকে আসছিল কৃষ্ণনগর দিক ১৪ চাকা গাড়ি বহরমপুরের দিকে যাচ্ছিল হঠাৎই মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় লোকজনের দাবি এই রাস্তা দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে একটি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন। ওয়ান বাই ওয়ান রাস্তা থেকে যখন আসছে তারপরেই ছোট রাস্তা হয়ে যাচ্ছে যে কারণেই একাধিকবার দুর্ঘটনা ঘটে চলেছে।মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলে কৃষ্ণনগর পুলিশ সুপার ঈশানী পাল সহ বিভিন্ন প্রশাসনিক অধিকার। নাকাশিপাড়া থানার পুলিশ ঘাতক গাড়ি থেকে আটক করেছে। মৃতদের সকলের বাড়ি রায়গঞ্জ এলাকায় মৃত পাঁচ জন নাম পারুল রায়,বিদ্যুৎ রায়,আয়ুষ রায় অর্কপর্ন রায়, মুকুল সরকার।দুটি গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে। কার্যত পিষে যায় ওই মারুতি ভ্যান্টি। সাতসকলে হওয়ার কারণে বেশি পথচারী না থাকার কারণে উদ্ধার কাজ করতে সময় লেগে যায়। কয়েকজন পথচারীরা প্রাথমিকভাবে ওই যাত্রীদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের দাবি রাস্তা কাজ চলার কারণে এখনো সম্পূর্ণ হয়নি। আর সম্পূর্ণ না হওয়ার কারণে কখনো টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্ত ার পারাপারের সময় এই দুর্ঘটনা লেগেই থাকে। সেই কারণেই এমন দুর্ঘটনা মনে করছে স্থানীয়রা। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ এসে এই দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা নজরুল শেখ জানায় রাস্তার এই বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনাস্থলে দুই বিধায়ক উপস্থিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানান বিধায়ক কল্লোল খাঁ ও বিমলেন্দ সিংহ রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct